পোশাক শ্রমিক অপহরণের অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার ২

নিউজ

গাজীপুরে পোশাক শ্রমিককে অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেলে র‍্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে সিরাজুল ইসলাম নামে ওই পোশাক শ্রমিককে অপহরণ করে মামুন হোসেন ও হিরা ইসলাম।

সিরাজুলকে স্থানীয় একটি বাগানে নিয়ে তারা মারধর করে ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। খুন করে গুমের হুমকি দিয়ে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ২০ হাজার টাকা পরিশোধ করা হলে সিরাজুলকে একটি গাছের সাথে বেঁধে রেখে তারা পালিয়ে যায়।

গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকা থেকে দুই অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত থেকে ছুরি, একটি চাপাতি এবং ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সিটি করপোরেশনের পোড়াবাড়ি কোনাপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন ও সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম।

পোড়াবাড়ি র‌্যাব-১ ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৮শে ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে ভিকটিম শেরপুর জেলার লয়খা গ্রামের বাসিন্দা গার্মেন্টকর্মী মো. সিরাজুল ইসলাম অপহৃত হন। পরে অপহরণকারীরা ভিকটিমকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাগানের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে মারধর করে এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় অপরহরণকারীরা ওই পোশাককর্মীর পরিবারকে ফোন দিয়ে অপহরণের বিষয়টি জানায় এবং  মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে। পরে উপায়ান্তর না দেখে ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে গত রোববার ভিকটিমের পরিবার অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য র‌্যাবের আইনগত সাহায্য কামনা করেন।

পরিবারের অভিযোগের পর গেল  রোববার দিবাগত রাতে র‌্যাব-১ এর  একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা মামুন হোসেন ও হিরা ইসলামকে আটক এবং পোশাক শ্রমিককে উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা অপহরণ ও মুক্তিপণের ঘটনায় তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সূত্র: মানবজমিন

 

শেয়ার করুন