বিজিবিএ’র নতুন কমিটি দায়িত্ব গ্রহণ

নিউজ

দায়িত্ব নিলো বাংলাদেশ বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নতুন কমিটি। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে নতুন এ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজিএমই’র সাথে সমন্বয় করে গার্মেন্টস শিল্পের রপ্তানি বাড়াতে কাজ করবে বিজিবিএ। 

এছাড়া অ্যাসোসিয়েশন সদস্যদের জন্য নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হবে বলেও জানান নতুন সভাপতি। 

চলমান বৈশ্বিক সঙ্কটে পোশাক খাতে নতুন বৈচিত্র্য আনার পাশাপাশি, পরিবেশবান্ধব পোশাক শিল্প তৈরিতে ভূমিকা রাখার কথাও বলেন নতুন বিজিবিএ’র নেতৃবৃন্দরা।

বিজিবিএ দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির অফিস বেয়ারার নির্বাচনের ফল গত ১৪ মার্চ ঘোষণা করা হয়। 
২০২৪-২০২৬ সাল মেয়াদি কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডংগি সোর্সিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোফাজ্জল হোসেন পাভেল। আর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন টেক্স সলিউশন কনসালটিং লিমিটেডের চেয়ারম্যান মো. জাকির হোসেন।

আট সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কেএফএস ফ্যাশনের প্রোপাইটর মো. আবদুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইকিটেক্স বিডির সিইও একেএম সাইফুর রহমান ফরহাদ ও ক্লাইডার ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর মোরশেদ আলম। জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন কিউই ফ্যাশনের পার্টনার এমদাদুল হক মিয়াজী ও ওয়ান এক্সপোর্ট এন্ড ইমপোর্টের প্রোপইটার মো. রোমান মিয়া। ট্রেজারার পদে জয়ী হয়েছেন নীলিমা ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর ফজলুল হক।  

সূত্র: ৭১ টিভি

শেয়ার করুন