করোনা ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে অর্থনীতির সম্মুখ সারির যোদ্ধা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি বিজিএমইএ’কে আশ্বাস দিয়েছেন।
তিনি জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করে বলেন যে এ শিল্পের শ্রমিকরা অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখছেন। তাই, করোনা টিকায় তারা অগ্রাধিকার পাবেন।
গত (১৬ জুন) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এর নেতৃত্বে বিজিএমইএ এর প্রতিনিধিদল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ মালেক, এমপি এর সাথে তার সচিবালয়স্থ কার্যালয়ে সাক্ষাৎ করে তৈরি পোশাক শিল্পের অবদান বিবেচনায় নিয়ে এ শিল্পে কর্মরত শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাস ভ্যাকসিন সরবরাহের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানালে মাননীয় মন্ত্রী এ আশ্বাস দেন।
বিজিএমইএ সভাপতি তৈরি পোশাক কারখানায় কর্মরত বিদেশী কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিদেশী ব্র্যান্ডের কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গের জন্য ৮০০-৯০০ করোনা ভ্যাকসিন বরাদ্দের জন্যও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানান। মাননীয় মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি শহীদ আজীম ও সহ-সভাপতি মীরান আলী।
সূত্র: বিজিএমইএ
139 thoughts on “তৈরি পোশাক শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেয়া হবে”
Comments are closed.