সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ টেক্সটাইল সেক্টরের আরেকজন নক্ষত্রের নাম

ইন্টারভিউ

সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ ছিলেন বিজিএমইএ এর প্রতিষ্ঠাতা সদস্য। আমরা অনেকেই হয়তো তার সম্পর্কে  জানানি।

১৯৮০ সালে বাংলাদেশে সর্বপ্রথম বিজিএমইএ গঠন করা হয়। ঢাকার চকবাজারে তখন এই সমিতির একটি অস্থায়ী কার্যালয় গঠন করা হয়। এর আয়োজন করেন সৈয়দ আশরাফ উদ্দিন নিজের বাড়িতে- ২৫ হায়দার বক্স লেন, চক বাজার, চুরিহুটা।

রিয়াজ উদ্দিন সাহেব প্রথম রপ্তানিকারকও ছিলেন ওনার সাথে। এছাড়া উনি বিজিএমইএ এর সহ-সভাপতি ছিলেন।

সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ একাধারে কোহিনুর জুট মিলের ব্যবস্থাপক, আশরাফ স্টোরের ব্যবস্থাপনা পরিচালক এবং এম/এস কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ছিলেন ঢাকার সাবেক মেয়র আবুল হাসনাত সাহেব এর সম্পর্কে চাচা।

শুরুর দিকে যখন শিক্ষিত মানুষ গার্মেন্টস কোম্পানিগুলোতে কেরিয়ার শুরু করতে ভয় ছিল, তখন তিনি শিক্ষিত ছেলেদের উদ্দেশ্য করে বলেছিলেন- “তোমরা গার্মেন্টস এ চাকুরী শুরু করো। ভবিষ্যতে গার্মেন্টস এ শিক্ষিত মানুষের দরকার আছে। কেরিয়ার হিসেবে যদি কেউ ভয় পাও তাহলে আমি কথা দিচ্ছি, যে শিক্ষিত ছেলের গার্মেন্টস এ চাকরী করে পরে সমস্যায় পড়বে আমি তাদেরকে আমার কহিনুর জুল মিলে চাকুরী দিবো। ” ওনার এই কথাই অনেক শিক্ষিত মানুষ গার্মেন্টস এ কেরিয়ার শুরু করেছিলো।

শেয়ার করুন