প্লাস্টিকের বোতল থেকে তৈরি হবে সুতা , তা দিয়েই তৈরি হবে স্যামসাং গ্যালাক্সি মুঠোফোন

প্লাস্টিকের বোতল থেকে তৈরি হবে সুতা , তা দিয়েই তৈরি হবে স্যামসাং গ্যালাক্সি মুঠোফোন

ইন্টারভিউ ক্যারিয়ার গবেষণা নিউজ প্রতিবেদন ফ্যাশন
বসন ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং (Samsung) এবং ডেনমার্কের ইকো টেক্সটাইল কোম্পানি কাভাসরত (Kvadrat) এর সঙ্গে ব্র্যান্ডের ডিভাইসের আপসাইডেড অ্যাক্সেসরিজ চালু করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আরো টেকসই এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতির জন্য ব্যবহারকারীর এই চাহিদা বলে জানান স্যামসাং।
এই চুক্তি অনুযায়ী ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে সুতা তৈরি করা হবে এবং তা দিয়েই তৈরি হবে স্যামসাং গ্যালাক্সি S20+ এবং গ্যালাক্সি ওয়াচ Active2 জন্য আনুষাঙ্গিক গ্যাজেটস।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গ্যালাক্সি S20+ ফোন কেসের নতুন লাইন এবং গ্যালাক্সি ওয়াচ Active2 এর জন্য স্ট্র্যাপস তৈরি করা হবে পলিয়েস্টার সুতা থেকে যা তৈরি হবে গলানো এবং রিসাইকেল করা ‘প্লাস্টিক বোতল’ থেকে।
প্রচলিত পলিয়েস্টার উৎপাদনের তুলনায়, প্লাস্টিক বোতল পুনরায় ব্যবহার করায় কম শক্তি এবং তেল ব্যবহৃত হবে, যা জলবায়ু সঙ্কটে অবদান রাখবে ও এই প্রক্রিয়ায় কার্বন নির্গমন কমাতে ও সাহায্য করবে।
স্যামসাং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীর (UNDP) সাথে একটি অংশীদারিত্ব ঘোষণা করার পরই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নতুন উৎপাদিত মুঠোফোন বিক্রয় থেকে রাজস্বের একটি অংশ UNDP-তে দান করা হবে।
শেয়ার করুন