করোনা সুরক্ষায় বুটেক্সে প্রাকৃতিক উপাদানে তৈরি হ্যান্ড স্যানিটাইজার

অন্যান্য ক্যাম্পাস গবেষণা নিউজ প্রতিবেদন
বসন ডেস্ক:
চলমান করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচজন শিক্ষার্থী মিলে তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার ALOEZOL।
তাদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন ও সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান। শিক্ষার্থী পাঁচজন হলেন ডাইজ এন্ড ক্যামিকেল বিভাগের ৪৩তম ব্যাচের মোঃ তুষার আকন, জাকির হোসেন ইমরান, আশমি আশিক, জয়নাল জয় ও মোঃ আশিকুল ইসলাম।
এক সপ্তাহ ধরে চলা গবেষণার পর সীমিত পরিসরে ১০০ মিলিগ্রামের ৪০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাজারের বর্তমান হ্যান্ড স্যানিটাইজারগুলোর অধিকাংশই আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি যা কৃত্রিম কেমিক্যাল ভিত্তিক। কিন্তু নতুন তৈরি এই স্যানিটাইজার অ্যালোভেরা এবং ভিটামিন-ই এর সমন্বয়ে তৈরি। প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হওয়ায় এই হ্যান্ড স্যানিটাইজার অনেক বেশি কার্যকরী হবে এবং বাজারের বর্তমান স্যানিটাইজারগুলোর তুলনায় স্বল্প মূল্যে পাওয়া যাবে।
ভবিষ্যতে বৃহৎ পরিসরে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, ভালো অনুদানের ব্যবস্থা করতে পারলে বৃহৎ পরিসরে উৎপাদন সম্ভব।
সোর্স: দেশসংবাদ
শেয়ার করুন