তৈরি পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সীগঞ্জে পঞ্চসার, রামপাল ও মিরকাদিম এলাকা। উন্নতমানের কাপড় দিয়ে নানা রঙ ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে এখানে। যেখানে রয়েছে প্রায় সহস্রাধিক পোশাক তৈরির ক্ষুদ্র কারখানা। এ বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির টার্গেট এই পল্লীর কারখানা মালিকদের। পোশাক তৈরিতে এখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন এখানকার পোশাক পল্লীর কারিগররা। এ বছর ভারতীয় পোশাক না আসায় পোশাকের চাহিদাও অনেক বেশি বলে জানিয়েছেন পোশাক পল্লীর মালিক ও কারিগররা।
রাজধানী থেকে ৩০ কিলোমিটার অদূরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী, দর্গা বাড়ি, কাঁঠালতলা, রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া, সুখবাসপুর রামশিং ও পঞ্চসার ইউনিয়নের শাঁখারীবাজার, তেলেরবিলের ভট্টাচার্যের বাঁক গ্রাম। এসব গ্রামের প্রতিটি বাড়ি যেন একেকটি ক্ষুদ্র পোশাক কারখানা। ঈদকে সামনে রেখে গ্রামের প্রায় প্রতিটি ঘরেই এখন বাহারি রঙের পোশাক তৈরি হচ্ছে। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বিপনিবিতানগুলোতে।
এই পোশাক পল্লীতে আধুনিক প্রযুক্তির কম্পিউটারাইজড অ্যামব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নানা রকম নান্দনিক কারুকাজ। পোশাককে বর্ণিল করতে কারিগররা নিপুণ হাতে যুক্ত করছেন রঙ-বেরঙের লেইস ও পুঁতি। কাপড় কাটা, সেলাই, ডিজাইনে বুঁদ হয়ে আছেন কারিগররা।
