ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী দেশ সংগঠন। এটা দেশের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট আইনে নিবন্ধিত প্রতিষ্ঠান।
এই IEB এর মেম্বারশীপ যে বিশ্ববিদ্যালয় যে ইঞ্জিনিয়ারিং বিষয় এর আছে শুধু সেই বিশ্ববিদ্যালয়ের/সেই ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র/ছাত্রীরা নামের প্রথমে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী টাইটেল টা ব্যবহার করতে পারবে। আর যদি আপনার বিশ্ববিদ্যালয় আইইবির মেম্বার না হয় আপনি আপনার পড়াশোনা শেষে কিংবা জবে প্রবেশ করে আইইবি তে পরীক্ষা দিয়ে মেম্বার হতে পারবেন।
২১ নভেম্বর ২০১১, দিনটি এ দেশের বস্ত্র প্রকৌশলীদের জন্য স্মরণীয়। এ দিন Institution of Engineers, Bangladesh (IEB) তে প্রথমবারের মত “টেক্সটাইল প্রকৌশল বিভাগীয় কমিটি” ঘোষণা করা হয়। পূর্বে বস্ত্র প্রকৌশলীরা IEB তে “যন্ত্রকৌশল বিভাগ” এর অধীনে সদস্যপদ লাভ করত। তাই, বস্ত্র প্রকৌশলীরা এখন IEB তে নিজস্ব বিভাগেই পরিচিত।
বাংলাদেশে টেক্সটাইল সেক্টর ব্যাপক পরিসরে ডেভলপ করায় টেক্সটাইল এডুকেশন এর কোয়ালিটি ডেভলপ করার জন্য IEB পৃথক ভাবে টেক্সটাইল বিভাগ ITET এর অনুমোদন দেয়া হয় । টেক্সটাইল এডুকেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোয়ালিটি এর কোয়ালিটি কন্ট্রোল এর জন্য ITET কাজ করে থাকে । বাংলাদেশ এর টেক্সটাইল ইন্সটিটিউশন সময়ের সাথে বেড়েছে অনেক কিন্ত ITET এর এক্রিডিয়েশন পাওয়া ইন্সটিটিউট এর সংখা মাত্র ৬ টি ।
আইইবি (ITET) অনুমোদিত টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হচ্ছে:
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), টেক্সটাইল বিভাগ
- আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিভাগ
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, টেক্সটাইল বিভাগ
- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিভাগ
এছাড়াও নতুন আরো ২টি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগ আইইবি (ITET) এর স্বীকৃতি পেয়েছে:
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিভাগ
- প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিভাগ