নেদারল্যান্ডস বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (৩১শে মে) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে এক আলোচনা বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ। বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের পর পোশাক শিল্প যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হবে, সেগুলো মোকাবেলায় শিল্পের প্রস্তুতিসহ বিভিন্ন বানিজ্য সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডাচ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, পলা সইনডেলার, সিনিয়র এডভাইজর-ইকোনোমিক এ্যাফেয়ার্স এন্ড সিএসআর, মাহজাবীন কাদের, বিজিএমইএ এর সহ-সভাপতি শহীদ আজীম, সহ-সভাপতি মিজান আলীএবং পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।
বসন টিভি/বিজিএমইএ/নেদারল্যান্ডস