সাইকেল চালিয়ে জামালপুর থেকে ঢাকায় ফিরলেন শ্রমিক দেলোয়ার

সাইকেল চালিয়ে জামালপুর থেকে ঢাকায় ফিরলেন পোশাক শ্রমিক দেলোয়ার

নিউজ
লকডাউনের কঠোর বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ থাকায় জীবিকার তাগিদে জামালপুর থেকে বাইসাইকেল চালিয়ে রাজধানী ঢাকায় এসেছেন পোশাক শ্রমিক মো. দোলোয়ার।

শনিবার(৩১ জুলাই) রাত ৮ টায় রাজধানীর গাবতলী ব্রিজ পার হয়ে ঢাকায় প্রবেশের মুখে তার সঙ্গে কথা হয়।

দেলোয়ার জানান, লকডাউনের মধ্যে অন্য অনেকের মতো বেশি ভাড়া দিয়ে প্রাইভেট কার কিংবা অটোরিকশায় চেপে ঢাকায় ফেরার মতো অর্থিক সামর্থ্য তার নেই। তাই বাইসাইকেলে চেপেই ভোর ৬টায় জামালপুর থেকে রওনা দিয়েছেন তিনি।

তিনি বলেন, “কাল গার্মেন্টস খোলা। অফিস থেকে আসতে বলেছে। কিন্তু লকডাউনে গণপরিবহন বন্ধ কীভাবে আসবো। আর প্রাইভেটকার, অটোরিক্সায় আসতে ভাড়া বেশি লাগাবে তাই সাইকেল নিয়েই রওনা হয়েছি।”

প্রায় ২০০ কিলোমিটারের এই দীর্ঘ যাত্রায় দেলোয়ার কখনো থেমেছেন বিশ্রাম নিতে, কখনো বৃষ্টি তাকে থামিয়েছে।

তিনি বলেন, “রাস্তায় বিভিন্ন যায়গায় বিশ্রাম নিতে নিতে এসেছি করে। তবে কোথাও পুলিশ বাধা দেয় নি।”

তিনি জানান, মহাখালীতে তার বাসা; কাজ করেন শ্যামলীর একটি পোশাক কারখানায়।

ঝুঁকি মাথায় নিয়ে এতো কষ্ট করে রাজধানীতে ফেরার বিষয়ে দেলোয়ার বলেন, “লকডাউন চলছে এরপরও পোশাক কারখানা খোলা। আমাদের কিছু করার নেই, কাজ করে যেতে হবে। কাজ না করলে চাকরি থাকবে না। তখন না খেয়ে মরতে হবে।”

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

শেয়ার করুন