”মেশিনারি অফ নিট ফেব্রিক প্রোসেসিং” বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেসর ডক্টর মোঃ মমিনুল আলম এবং লেকচারার মোঃ গোলাম কিবরিয়া যৌথভাবে “মেশিনারি অফ নিট ফেব্রিক প্রোসেসিং” নামে বই প্রকাশিত হয়েছে। ২ মার্চ বুটেক্সের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবুল কাশেম এবং ইউজিসি এর সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর মোঃ আলামগীর (সাবেক ভাইস চ্যান্সেলর, কুয়েট) এর হাতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটি লিখতে শিক্ষার্থীদের মধ্যে সহোযোগীতায় ছিলেন বুটেক্সের ৪২ তম ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইন্ট্যানেন্স বিভাগের শিক্ষার্থী প্রিথিলা কামাল, উদয় চাঁদ পণ্ডিত এবং রিদওয়ান রহমান ।

সূত্র: ওসমান গনি

শেয়ার করুন