বস্ত্রশিল্পের গৌরবউজ্জ্বল অতীত হারিয়ে ফেলছে লক্ষ্মীপুর

অন্যান্য ইন্টারভিউ ইন্ডাস্ট্রি ক্যাম্পাস ক্যারিয়ার গবেষণা নিউজ প্রতিবেদন ফ্যাশন বিজিএমইএ ভিডিও গ্যালারি
মো জিসান, লক্ষ্মীপুর:
বস্ত্র শিল্প বলতে আমরা সকলেই বুঝি আমরা যে কাপড় গুলো পরি সেগুলোর প্রধান যে কাপড়ে থাকে এবং সে কাপড়টিকে কেটে সেলাই করে পরিধানযোগ্য জামা বানানো হয় সে কাপড়টি ই হলো বস্ত্র । বস্ত্র শিল্প হলো এই কাপড়টি । অর্থাৎ জামা তৈরির মূল উপাদান কাপড় এবং এটি যে শিল্পে তৈরি হয় সেটি ই হলো বস্ত্র শিল্প ।
সম্ভাবনার বাংলাদেশ বস্ত্র শিল্পের স্বপ্নে এগিয়ে চলছে। বিশ্বে শক্তিশালী দেশগুলো চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে আমাদের বস্ত্র শিল্প। পিছিয়ে নেই লক্ষ্মীপুরও। যুগের সাথে তাল মিলিয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন ধরণের ব্রান্ডেড বস্ত্র শিল্পের দোকান গড়ে উঠেছে।যেমনঃ আউটলুক, লুবনান,অঙ্গসোভা এবং আরেক অনেক ধরণের ব্রান্ডের বস্ত্রের দোকান রয়েছে।
কিন্তু একটি কথা, এখানে এতো নামী-দামী বস্ত্রের দোকান থাকা সত্বেও এখানে কোন বস্ত্র শিল্পের কারখানা নেই। আর এই বিষয়টি লক্ষ্মীপুর বাসীর জন্য হতাশাজনক ব্যাপার। আমাদের এ লক্ষ্মীপুর একসময় বস্ত্র শিল্পের জন্য অনেক বিখ্যাত ছিল, কিন্তু দিন দিন আমার আমাদের সেই গৌরবউজ্জ্বল অতীত হারিয়ে ফেলছি।
পর্যাপ্ত স্থান সংকুলান এবং শ্রমিক থাকা সত্ত্বেও নেই কোন কারখানা। বস্ত্র সৌখিন লক্ষ্মীপুর বাসী তাই অনেকাংশেই পিছিয়ে পড়েছে এই সৌখিনতা থেকে। ইতিহাস বলে এক সময় লক্ষ্মীপুরের দালালবাজার ছিল ইতিহাসের অন্যতম সেরা বস্ত্রশিল্প রপ্তানি স্থান। সময় যাচ্ছে আমরা গৌরব হারাচ্ছি।
এরই মাঝে বিভিন্ন ফ্যাশন ব্রান্ডের আউটলেট গুলোয় মানুষের কেনাকাটার উপস্থিতি চোখে পড়ার মত।বস্ত্র শিল্পের সর্বোচ্চ কর্তাদের কাছে লক্ষ্মীপুর বাসীর হয়ে লক্ষ্মীপুরের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন এর বিশেষ অনুরোধ জানাচ্ছি।
শেয়ার করুন