পিপিই – PPE

গবেষণা
পিপিই-র পুরো মানে হলো পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পর্যাপ্ত সুরক্ষার জন্য পিপিই-তে মোট পাঁচটি উপকরণ থাকতে হয়। এগুলো হলো –
১. গাউন
২. গ্লাভস
৩. মুখের আবরণ (ফেস শিল্ড)
৪. চোখ ঢাকার জন্য মুখের সাথে লেগে থাকে এমন চশমা, এবং
৫. মাস্ক
একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে পিপিই পরতে এবং খুলতে হয়, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমেই অনেক সময় পিপিই দূষিত হয়ে পড়তে পারে।
এর মধ্যে মুখের আবরণটি তখনই আবশ্যক, যখন ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিস প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের জন্য পিপিই-তে নির্দিষ্ট করে চারটি উপকরণ রাখার কথা বলছে। এগুলো হলো –
১. সার্জিকাল মাস্ক
২. পুরো শরীর ঢাকে এমন অ্যাপ্রোন
৩. গ্লাভস, এবং
৪. চোখের জন্য সুরক্ষাকারী চশমা
তবে সব ক্ষেত্রে এমন পিপিই দরকার নেই, বরং সরাসরি স্বাস্থ্যসেবার সাথে জড়িত থাকলেই এ ধরণের পিপিই প্রয়োজন বলে মনে করছে এনএইচএস।
উদাহরণ হিসেবে এনএইচএস বলছে যে যদি আপনি সংক্রমণের সময় চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সাথে জড়িত থাকেন কিন্তু আপনার কাজটি রোগীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তাহলে আপনার পুরো সেট প্রয়োজন নেই।
সেক্ষেত্রে প্রয়োজন সার্জিকাল মাস্ক এবং গ্লাভস।
পিপিই তৈরিতে এমন কাপড় ব্যবহার করতে হবে, যা কোনভাবেই তরল শুষে নেবে না।
এটা এমন পদার্থে তৈরি হওয়া উচিৎ, যাতে তা কোনো ধরণের তরলকে ধারণ না করে এবং সেটা গড়িয়ে পরে যায়।
অর্থাৎ পিপিই-কে সম্পূর্ণ শুষ্ক রাখবে, এমন পদার্থ ব্যবহার করাটাই এখানে গুরুত্বপূর্ণ।
এখানে আরো যে বিষয়টির দিকে গুরুত্ব দেয়া হয়েছে, তা হলো পিপিই নিয়মিত পরিবর্তন করা।
একজন রোগীর একটি নির্দিষ্ট কাজের পরই পিপিই পরিবর্তন করার উপদেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, এটি যাতে অতি অবশ্যই একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়।
তথ্য সূত্র: রায়হান মাসুদ, বিবিসি বাংলা, ঢাকা।
শেয়ার করুন