শীতের দুর্ভোগ লাঘবে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বিজিএমইএর তহবিলে শীতবস্ত্র প্রদান করেছে ডিজনি সোয়েটার লিমিটেড।
গত ২ ফেব্রুয়ারি ঢাকার গুলশানে বিজিএমইএর পিআর কার্যালয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। বিজিএমইএ সভাপতির কাছে শীতবস্ত্র হস্তান্তর করেন ডিজনি সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম সামসুদ্দিন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সাবেক পরিচালক আনোয়ার হোসেন (মানিক), বিজিএমইএ’র ক্রাইসিস ম্যানেজমেন্ট (নারায়ণগঞ্জ অঞ্চল) সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান বি এম তানভীর, ডিজনি সোয়েটার লিমিটেডের পরিচালক সাঈদ কায়সার আলী প্রমুখ।
শীতবস্ত্র নিয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য ডিজনি সোয়েটার লিমিটেডকে ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। অসহায় মানুষের জন্য শীতবস্ত্র নিয়ে অন্য সদস্যদেরও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
বিজিএমইএ/শীতবস্ত্র/বসন টিভি