বুটেক্স ভর্তি পরীক্ষা সিলেকশন রেজাল্ট প্রকাশিত

ক্যারিয়ার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার জন্য যারা মনোনিত হয়েছে তাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে। সার্কুলারে প্রকাশিত সংখ্যার দ্বিগুণ শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পাচ্ছে। প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৬৯১২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে। ভর্তি বিজ্ঞপ্তিতে ৯০০০ জনকে বাছাই করার কথা বলা হলেও বুটেক্স কর্তৃপক্ষ এখন দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে।

সিলেকশন ফলাফল প্রাপ্তির পর করণীয়

প্রাথমিক আবেদনের সিলেকশন তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৪ এপ্রিল থেকে ৬ জুন এর মধ্যে চূড়ান্ত আবেদন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। টেলিটকের মাধ্যমে প্রাথমিক আবেদনের অনুরূপ প্রক্রিয়ায় এবং ৮০০ টাকা জমা দেয়ার মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে হবে। ৮০০ টাকা জমা দেয়ার পর প্রাপ্ত User id আর Password দিয়ে http://but.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ছবি ও স্বাক্ষর দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল শুরু হয়ে ৮ মে পর্যন্ত বুটেক্স ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয় এবং আগামী ১৮ জুন সকাল ৯.৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত পরীক্ষা হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর বিষয় ও আসন সংখ্যা

  • ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং- ৮০

  • ফেব্রিক ইঞ্জিনিয়ারিং- ৮০
  • ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং- ৮০
  • এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং- ৮০
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট- ৮০
  • টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন- ৪০
  • ইডাষ্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং- ৪০
  • টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স- ৪০
  • ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৪০
  • এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- ৪০
  • মোট আসন সংখ্যা: ৬০০টি।

বুটেক্স ভর্তি পরীক্ষা এর মানবন্টন

সম্পূর্ণ লিখিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । প্রশ্ন থাকবে ১০০ টি। প্রতি প্রশ্নে ২ নম্বর করে ২০০ নাম্বার। ১০০ টি প্রশ্নে কোনো অপশন থাকবে না। অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে। জিপিএ নম্বর ১০০।

  • পদার্থবিজ্ঞান – ৬০
  • রসায়ন – ৬০
  • গণিত – ৬০
  • ইংরেজি – ২০
  • মোট: ২০০ নাম্বার।

চূড়ান্ত ফলাফল নির্ধারণ

ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ এবং এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যােগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।লিখিত পরীক্ষায় ৪০% এর নীচে নম্বর প্রাপ্তদের (সব ধরনের কোটাসহ সকলের জন্য প্রযােজ্য) মেধাতালিকা প্রকাশ করা হবে না। তবে সর্বোচ্চ ৩০০০ জনের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি কমিটি বাস্তব প্রয়ােজনে নির্ধারিত ৪০% নম্বর পরিবর্তন করতে পারবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় একটি বিশেষায়িত এবং শীর্ষস্থানীয় গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বস্ত্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস রাজধানী শহর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪ টি হল। এর মধ্যে ৩ টি হল ছাত্রদের জন্য এবং ১ টি হল ছাত্রীদের জন্য।

বসন টিভি/বুটেক্স/ভর্তি পরীক্ষা

শেয়ার করুন