এওপিটিবি’র ঈদ পুনর্মিলনী ও গেট টু গেদার অনুষ্ঠিত

নিউজ

অনুষ্ঠিত হয়ে গেল অলওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশ (এওপিটিওবি) এর ঈদ পুনর্মিলনী ও গেট টু গেদার অনুষ্ঠান।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মমতাজ মহলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. মো: জুলহাস উদ্দীন। সভাপতিত্ব করেন অলওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি ইঞ্জি: এস, এম, আব্দুর রহমান।

ইঞ্জি: এস, এম, আব্দুর রহমান জানান, “আমাদের এওপিটিবি এর অগ্রযাত্রা একদিন আকাশ ছুবে এটাই প্রত্যাশা। আগত সকল প্রিন্টিং টেকনোলজিস্টদের জন্য রইল আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”

এছাড়াও উপস্থিত ছিলেন সানজানা গ্রুপের ডিএমডি ইঞ্জি, আব্দুল্লাহ হোসেন বাবলু, জনি গ্রুপের এডভাইজার ইঞ্জি, শ্যামল সাহা, ইউনিফিল কম্পজিট এর জিএম(ওপিএস) মো সাইদুর রহমান, আনোয়ার গ্রুপের এর এসিস্টেন্ট ডিরেক্টর দিলীপ কুমার, প্রবীন প্রিন্টিং স্পেশালিস্ট ইঞ্জি, মুস্তাফিজুর রহমান, জিএমএস কম্পজিট এর জিএম ইঞ্জি, সালাউদ্দিন রিপন সহ এওপিটিবি এর কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অলওভার প্রিন্টিং টেকনোলজিস্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত হোসেন সোহেল। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত হয়।

শেয়ার করুন