বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ পদের দায়িত্ব পালন করবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে অধ্যাপক ড. আলিমুজ্জামান ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ভাতাদি এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
বুটেক্সের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চাকরি থেকে অবসর গ্রহণ করবেন।