অনলাইনে পরীক্ষা গ্রহণে প্রস্তুতি নিচ্ছে নিটার

ক্যাম্পাস

করোনা মহামারির কারণে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় দীর্ঘ সেশনজটে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। এ সেশনজট থেকে উদ্ধার পাওয়ার জন্য অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে নিজেদের মত প্রকাশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার (৬ মে) ইউজিসিও পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয়। এর ধারাবাহিকতায় অনলাইনে সেমিস্টার পরীক্ষা গ্রহণের ব্যপারে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)।

একটি বিশেষ সূত্রে জানা যায়, অনলাইনে পরীক্ষার ব্যপারে নিটারের শিক্ষার্থীরা বেশ পজিটিভ। নিটার কর্তৃপক্ষ চাইলেই এখন শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। এরপর সময়ক্ষন ঠিক করে নিটারের এডভাইজার মহোদয় জনাব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমানের (পরিচালক, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে জানানো হবে। তাঁর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন মহোদয়ের অনুমতি সাপেক্ষে হয়তো বা ১লা জুলাই এর আগেই পরীক্ষা শুরু করতে পারে।

দেশে করোনা শুরুর প্রথম দিক থেকেই নিটারের এডভাইজার জনাব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং একান্ত চেষ্টায় ডিন মহোদয় এর লিখিত অনুমতি সাপেক্ষে নিটারে অনলাইন ক্লাস শুরু হয় যা বর্তমানেও চলমান রয়েছে।

নিটারের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট এর দুইটি সেমিস্টারের থিউরি ক্লাস অনলাইনে শেষ করা হয়েছে এবং বর্তমানে রিভিশন ক্লাস চলমান রয়েছে।

নিটারের বিভিন্ন বর্ষের বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তারা অনলাইন পরীক্ষার ব্যাপারে বেশ পজিটিভ। তারা বলেন, শিক্ষকরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস নিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণ লেকচার ম্যাটেরিয়াল শিক্ষার্থীদের সাপ্লাই করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, কোন পদ্ধতিতে অনলাইন পরীক্ষা হবে সেই বিষয়ে শিক্ষার্থীদের সাথে “জুম” এর মাধ্যমে মিটিং করে দিকনির্দেশনা দিলে তারা জুলাই এর আগেই প্রস্তুত হতে পারবে পরীক্ষা দিতে।

তবে কিছু সংখ্যক শিক্ষার্থী অনলাইন পরীক্ষার ব্যপারে চিন্তায় আছেন। তারা জানায়, উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী বর্তমানে গ্রামে অবস্থান করছেন। আর গ্রামে থেকেই তাদের পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে। ইন্টারনেট সুবিধা গ্রামে খুব একটা ভালো না। যদি ভাইবা নেওয়া হয় হয়তো অনেকেই ইন্টারনেটের সমস্যার কারনে তাদের আশানুরূপ ভাইবা দিতে পারবে না। তাই তারা চাচ্ছেন ভাইবাটা বাদ দিয়ে এসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হোক।

এখানে বলে রাখা ভালো প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে নিটারেই প্রথম এসাইনমেন্ট এর মাধ্যমে সিটি (মিড-টার্ম) পরীক্ষা গুলো সম্পূর্ণ করা হয়। যা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট গুলোতেও কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন যে, আমরা এসাইনমেন্ট এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট এর মিড-টার্ম পরীক্ষা সম্পূর্ণ করেছি।

এ থেকে ধারণা করা যাচ্ছে যে নিটারের বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা গুলো খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। অনলাইন পরীক্ষা কীভাবে গ্রহণ করা হবে তা খুব শীঘ্রই নিটার কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

সূত্র: “Department of Textile Engineering – NITER” ফেসবুক পেজ

 

শেয়ার করুন

1 thought on “অনলাইনে পরীক্ষা গ্রহণে প্রস্তুতি নিচ্ছে নিটার

Comments are closed.