দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে সদ্য পাশ করা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর মেধাবী ছাত্র আহসান হাবীব। যার মাত্র ৫ দিন আগেই রেজাল্ট হয়েছে। যন্ত্র প্রকৌশল অনুষদ থেকে মেরিটে প্রথম স্থান হয়েছে। প্রধানমন্ত্রী স্বর্ণপদক সহ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক এখন শুধু হাতে পাওয়ার অপেক্ষা। কিন্তু এমন আনন্দের সময় হঠাৎ করেই যেন সব অন্ধকারের ছায়ায় তলিয়ে গেল।
মাদ্রাসার শিক্ষক বাবা জানতে পারে ছেলের দুটো কিডনিই অকোজা হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করে কিডনি স্থাপন না করা গেলে দেশসেরা ফলাফল অর্জন করা ছেলেকে বাঁচানো সম্ভব না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামে আহসান হাবীবের বাড়ি। তার বাবা সিরাজুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইসলামিক আলিম মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার বাবা সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, গেল বছর হঠাৎ ছেলের শারীরিক সমস্যা হলে ঠাকুরগাঁও জেলার একজন চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করি। সেখানে ঔষধপত্র খাওয়ার পর ছেলে সুস্থ হয়ে যায়। ১৫ দিন হলো ছেলে অসুস্থ হলে দ্রুত ঢাকা নিয়ে আসি। ঢাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করার পর জানতে পারি ছেলের দুটো কিডনিই অকেজো।
তিনি আরও জানান, ছেলেকে সুস্থ করতে রেগুলার ডায়ালোসিস ও কিডনি প্রতিস্থান স্থাপন করতে হবে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। ছেলেকে পড়ালেখা করাতে গিয়ে ইতিমধ্যেই শূন্য হয়েছি। আমার মেধাবী ছেলেকে বাঁচাতে সহযোগিতা করুন। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই।
উপজেলার কাদিহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে আহসান হাবীব দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে সেরা ফলাফল করে ডুয়েট থেকে যন্ত্র প্রকৌশল অনুষদের মেরিটে প্রথম হওয়া আহসান হাবীবের বাড়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাপরটলা গ্রামে।
বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, ডুয়েটের ফলাফল প্রমাণ করে কতটা মেধাবী ছাত্র আহসান হাবীব। এই মুহুর্তে সকলকে উচিত তাঁর চিকিৎসার জন্য সহযোগিতা করা। দেশের স্বার্থে একজন মেধাবী প্রকৌশলী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আহসান হাবীব বর্তমানে ঢাকার মিরপুর-২ এর কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে বাবা সিরাজুল ইসলামের (বিকাশ/নগদ ০১৭০১৯০২৪২৪ ) নম্বরে সহযোগিতা করতে পারেন।
66 thoughts on “ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী শিক্ষার্থী হাবীব বাচঁতে চায়”
Comments are closed.