ঢাকায় ১২-১৮ নভেম্বর ২০২২ অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর বিস্তারিত তথ্য সম্বলিত করে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.madeinbangladeshweek.com) চালু করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) সঙ্গে অংশীদারিত্বে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করছে।
‘মেইড ইন বাংলাদেশ উইক’ আয়োজনের অন্যতম লক্ষ্য হচ্ছে, পোশাক শিল্পখাতের অনন্য গল্পগুলো, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রে শিল্প যে নজিরবীহিন অগ্রগতি অর্জন করেছে, তা উপস্থাপন করা ।
এতে শিল্পের অনুপ্রেরণামূলক গল্পগুলো বলার পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা, শক্তি, সক্ষমতা এবং বৈশ্বিক ক্রেতাদের কাছে একটি পছন্দসই এবং প্রতিযোগিতামূলক সোর্সিং গন্তব্য থাকার জন্য শিল্পের অভিষ্যতের অগ্রাধিকারগুলো বিশ্বব্যাপী শিল্পের স্টেকহোল্ডার এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে টেকসই পদ্ধতিতে প্রবৃদ্ধির গতি অব্যাহত এবং অর্থনীতি, পরিবেশ ও জনগনের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পারে, সে ব্যাপারে অনুষ্ঠানটি অংশগ্রহনকারী অংশীজনদের মধ্যে সংলাপের দ্বার উন্মুক্ত করে দিবে ।
মেইড ইন বাংলাদেশ উইক আয়োজনে স্বদেশ এবং অংশীদার দেশগুলোর সরকারদের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নিয়োগকর্তা, বেসরকারিখাত, শ্রমিকদের প্রতিনিধি, সুশীল সমাজ, ব্র্যান্ড প্রতিনিধি, ক্রেতা এবং শিক্ষাবিদসহ পোশাক শিল্পের বিশাল পরিধির অংশীজনরা অংশগ্রহন করবেন।
ইনকিলাব/বসন টিভি