কিছু রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। সেসব রংয়ের পোশাক পরলে গরম বেশি লাগতে পারে। আবার যেসব রং তাপ শোষণ করে কম সেসব রংয়ের পোশাকে গরম কম লাগাই স্বাভাবিক।
সাদা ও হালকা রঙের পোশাকের তাপ শোষণ ক্ষমতা কম। এ ধরনের পোশাক পরলে গরম কম অনুভূত হয়। হালকা রঙের পাশাপাশি কিছু উজ্জ্বল রংও এক প্রকারের স্নিগ্ধতা এনে দেয়।
সাদা রং স্নিগ্ধতায় ভরপুর। অফ হোয়াইট রঙে সাদার মতো অতটা স্নিগ্ধতা না থাকলেও, এটি অনেকটা স্বস্তি দেয়। সাদা রঙের সিঙ্গেল কামিজ, কুর্তি ও সালোয়ার-কামিজের প্রিন্ট কিংবা নকশার সঙ্গে মিলিয়ে অন্য যে কোনো হালকা রঙের ওড়না ব্যবহার করতে পারেন। সাদা প্যান্ট, ল্যাগিংস কিংবা পালাজ্জোর সঙ্গে পরতে পারেন পছন্দের কুর্তি কিংবা কামিজ। চাইলে সাদা টপসের সঙ্গে পরতে পারেন সাদা, আকাশি কিংবা নীল রঙের সারারা, হারেম প্যান্ট কিংবা পাতিওয়ালা সালোয়ার।
হালকা বেগুনি, হালকা গোলাপি, হালকা নীল, সবুজ, টিয়া, লেমন ও জলপাই রঙের পোশাক মনের পাশাপাশি চোখেও আরাম দেবে। এই রঙের পোশাকে গরম অপেক্ষাকৃত কম লাগে। কারণ হালকা রঙের পোশাক তাপ কম শোষণ করে।
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানান, এই ঋতুর পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে কটন, স্লাব কটন, এন্ডি কটন, লিনেন ইত্যাদি। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাশ, লাইট ব্রাউন, মেরুন, সাদা, মিন্ট, লাল, পিংক, পিচ, গাঢ় নীল, মেজেন্টা, হালকা গোলাপি, হালকা নীল, পার্পেল, সাদা ইত্যাদি।
রিক্তা রিচি/সমকাল/বসন টিভি